সন্ত্রাসের বৈধতায় বাক স্বাধীনতাকে ব্যবহার করা যাবে না: ভারত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ১১:৩২

সহিংসতাকে বৈধতা দেওয়ার জন্য মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছে ভারত।


শিখ সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্রের দাবির সমর্থকদের অটোয়া যেভাবে সামলাচ্ছে, সে বিষয়ে গণমাধ্যমে আসা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তারা এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


কানাডা ও ব্রিটেনে শিখ গোষ্ঠীর সমর্থকদের ডাক দেওয়া সমাবেশের পোস্টারে ভারতীয় কূটনীতিকদেরও ‘টার্গেট’ করা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভারত নয়া দিল্লিতে থাকা কানাডীয় দূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে, বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।


“নয়া দিল্লি এবং ওটোয়ায়ও কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি শক্তভাবে তুলে ধরা হয়েছে। কূটনীতিকদের বিরুদ্ধে এবং কূটনৈতিক প্রাঙ্গণে সহিংসতা উসকে দেওয়ার পোস্টার একেবারেই অগ্রহণযোগ্য, আমরা শক্ত ভাষায় এর প্রতিবাদ জানিয়েছি,” বলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us