বৈশ্বির তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছিল গত ৩ জুলাই। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ হয় ২০১৬ সালে। কিন্তু এবার দিন গড়াতেই সেই রেকর্ড ভাঙল। খবর দ্য গার্ডিয়ান।
ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি) দ্বারা সমন্বিত তথ্য অনুসারে, গত মঙ্গলবার (৪ জুলাই) বিশ্বব্যাপী বায়ুর গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন অর্থাৎ সোমবার ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি।
এর আগে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম দিনটি ছিল ২০১৬ সালে। সর্বশেষ এল নিনোর বৈশ্বিক প্রভাবের সময় গড় তাপমাত্রা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
গত মঙ্গলবার জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেওলজিক্যাল অরগানাইজেশন জানায়, এল নিনো ফিরে এসেছে। বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করছেন, বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধির এই প্রবণতা আরো রেকর্ড গড়তে পারে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানের শিক্ষক ড. পাওলো সেপ্পি বলেন, এল নিনো এখনো শীর্ষে ওঠেনি এবং উত্তর গোলার্ধে গ্রীষ্ম এখনো পুরোদমে চলছে। তাই আগামী দিন বা সপ্তাহগুলোতে রেকর্ডটি আবার ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।