ভারতের বিপক্ষে মেয়েদের টি-২০ সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি নারী শাখা) নির্বাচকরা। ওই দল থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক। তবে ঘরের মাঠে অনুষ্ঠেয় এই সিরিজের দলে ফিরেছেন দেশের পক্ষে সর্বাধিক টি-২০ উইকেট নেওয়া সালমা খাতুন। সাবেক এই অধিনায়ক শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রামে ছিলেন।
এছাড়া দিলারা আক্তার ও মারুফা আক্তার দলে ফিরেছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন সাথী রানী। তিনি নারীদের প্রিমিয়ার লিগে ৫০.৮০ গড়ে সর্বাধিক ২৫৪ রান করেন। ১৫১.১৯ স্ট্রাইক রেটও উচ্ছ্বসিত হওয়ার মতো। বৃহস্পতিবার (৬ জুলাই) ভারতীয় নারী ক্রিকেট দলের টি-২০ সিরিজ খেলতে ঢাকা আসার কথা।