বাংলাদেশ একটি কৃষি প্রধান ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ। আমাদের নেত্রী তাঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৫০০ মার্কিন ডলারের উপরে ও কৃষির মাধ্যমে খাদ্য স্বয়সম্পুর্ণ করেছেন।
শনিবার (১ জুন) রাতে নগর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা অসহায় মানুষের পাশে যেভাবে কাজ করে যাচ্ছেন।