কোরবানির বর্জ্য ড্রেনে ফেলায় বেড়েছে জলাবদ্ধতা

ইত্তেফাক প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ১০:০২

ঈদের দিন থেকেই রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টি ছিল গতকালও। ফলে টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও। এতে ঈদের ছুটিতে ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকে ঈদের ছুটিতে ঘরবন্দি কাটিয়েছেন। অন্যদিকে ঈদের দিনে কোরবানির বর্জ্য ড্রেনে ফেলায় জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন এলাকায়।


খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টির কারণে পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড পানির নিচে তলিয়ে গেছে। আজিমপুর কলোনিতে পুকুরের পানি বেড়ে ও বৃষ্টির পানি সড়ক থেকে সড়তে না পারায় হাঁটুসমান পানি জমেছে। ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ায় সড়কের পানি ঢুকছে বাসায়ও। এতে ভোগান্তিতে পড়ছেন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়। এ এলাকায় পানি দুই দিন ধরেও সরেনি। এতে বেশ ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এছাড়া ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশে, রাজারবাগ পুলিশ লাইন, গ্রিনরোডে, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us