ইউরো অঞ্চলের মূল্যস্ফীতির হার কমছে। জুনে ইউরো মুদ্রা ব্যবহারকারী ২০টি দেশের মূল্যস্ফীতির বার্ষিক হার ছিল ৫ দশমিক ৫। গত মে মাসে এ হার ছিল ৬ দশমিক ১। মূলত জ্বালানির মূল্য অনেকটা কমার কারণে জুনে মূল্যস্ফীতির হার কমেছে।
দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, জ্বালানি ও খাদ্য ব্যতীত অন্যান্য পণ্যের দামের ভিত্তিতে যে কোর মূল্যস্ফীতির হিসাব করা হয়, তার হার জুনে কিছুটা বেড়েছে। জুনে ইউরোপীয় অঞ্চলের কোর মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪ শতাংশ, মে মাসে যা ছিল ৫ দশমিক ৩ শতাংশ।