‘অন্তর্দ্বন্দ্ব’ ভুলে সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে হবে: রব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ২২:২৪

সরকার পতনের আন্দোলনে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা সভায়।


রোববার সেই সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “সময় আসন্ন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিদায়কে ত্বরান্বিত করতে হবে। আর দ্বিধা-দ্বন্দ্বের সুযোগ নেই।


রব বলেন, “বাংলাদেশের পরিস্থিতি আজকে ভয়াবহ হুমকির সম্মুখীন। এই সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়। তাদের কাছে ক্ষমতা ছাড়া আর বড় কিছু নেই, তারা দেশকে দেখে না, ভৌগোলিক এলাকা দেখে না, গরীব মানুষ মানুষ দেখে না।


“সরকারকে বহুদিন ধরে বলেছি, আপনারা শান্তিপূর্ণ ভাবে সারেন্ডার করেন। তারা করে নাই। এখন আর তাদের পালাবার সুযোগ দেয়া যাবে না। তাদের বিচার করতে হবে।”


মঞ্চের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “টিপু ভাই (জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, লালা ভাই (জাতীয় মু্ক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম)… যতদিন এই সরকারকে রাখবেন, ততদিন জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত করা তাদের দ্বারা অব্যাহত থাকবে, দেশটাকে তারা লুটপাট করে খাবে। আসুন মাঠের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করার চেষ্টা করি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us