১৭ মিনিটে বক্সের বাইরে থেকে মালদ্বীপ ফরোয়ার্ড হামজার শটে পরাস্ত হন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পিছিয়ে পড়েও এলোমেলো হয়ে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক শুরু করা জামাল ভুঁইয়ারা প্রথমার্ধেই ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয়ার্ধে দাপটের শেষে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর লড়াইয়ে দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ভারতে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ লড়েছে র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে। হারিয়েছে ৩-১ গোলে। স্মরণীয় জয়ে গোল তিনটি এনেছেন রাকিব, তারিক কাজী ও শেখ মোরসালিন। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেছেন হামজা। জয়ে সেমিফাইনালের আশা ভালোভাবেই টিকিয়ে রাখলো লাল-সবুজের দল।