লম্বা ছুটি কাটিয়ে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন হাভিয়ের কাবরেরা। বড়দিন, নববর্ষ মিলিয়ে পরিবারের সঙ্গে সময়টা কেটেছে দারুণ। আজ বাফুফেতে এসে বললেন, সামনের চ্যালেঞ্জগুলোর আগে এ রকম একটা ছুটি দরকার ছিল তাঁর।
তবে ছুটির মধ্যেও কাবরেরার মাথায় বাংলাদেশের ফুটবলটা ছিল। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন, ‘আমি এই সময়েও প্রিমিয়ার লিগের ম্যাচ দেখেছি, ফেডারেশন কাপের খেলাগুলোতে চোখ রেখেছি। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে আমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন আর ফিলিস্তিন এশিয়ান কাপে কেমন খেলছে, সে খোঁজখবরও রেখেছি।’