চিকিৎসক হিসেবে পেশাগত কাজের জন্য বিএমডিসি থেকে সনদ নিতে হয়, সময়ে সময়ে তা নবায়নও করতে হয়। ডা. সংযুক্তা সাহা নিবন্ধন নিয়েই কর্মজীবন শুরু করেছিলেন, তবে তা নবায়ন করেননি গত ১৩ বছরে।
কাজের ব্যস্ততায় সময় করতে পারেননি বলে জানিয়েছেন এই চিকিৎক; এটা যে ভুল হয়েছে, তাও স্বীকার করছেন তিনি।
শনিবার ঢাকার পরীবাগে নিজের বাসায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির সনদ নবায়ন না করার ভুল স্বীকার করেন ডা. সংযুক্তা সাহা। সেই সঙ্গে সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনা নিয়েও কথা বলেন।
ডা. সংযুক্তা বলেন, “আমার নিবন্ধন নেই, বিষয়টি কিন্তু এমন না। নিবন্ধন আছে, তবে সেটি রিনিউ করা হয়নি।
“বিএমডিসিতে রিনিউয়ের একটা ফি দিতে হয়, এটা গত বছর থেকেই অনলাইন সিস্টেম ছিল, এটা আমি জানতাম না। আমার আগেই নিবন্ধন নেওয়া উচিৎ ছিল। কিন্তু আমি এত ব্যস্ত থাকি যে অনেক সময় বাসায় আসার সময়ও পাইনি। এটা করতেও সময় পাইনি, আমার ভুল হয়েছে।”
স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য গত ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আসেন কুমিল্লার গৃহবধু মাহবুবা রহমান আঁখি। তিনি সংযুক্তা সাহার অধীনে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য এসেছিলেন।
সংযুক্তা সাহা বিদেশে থাকার মধ্যে তার সহযোগী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সেদিন আঁখির সন্তান প্রসব করায়। পরদিন নবজাতকটি মারা যায়। ১৮ জুন মারা যান আঁখিও।