রাজনৈতিক, সামরিক ও বিচারব্যবস্থায় হতাশা পাকিস্তানে

জাগো নিউজ ২৪ ফারাজী আজমল হোসেন প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১২:৫৭

ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পাকিস্তান স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট। আর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। অথচ বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর অনুমোদন করা হয় জাতীয় সংসদে। আর পাকিস্তানের পার্লামেন্ট ১৯৭৩ সালের ১৪ আগস্ট তাদের সংবিধান পাস করে। পাকিস্তান থেকে স্বাধীন হয়ে পাকিস্তানের আগে সাফল্যের সঙ্গে বাংলাদেশ তার সংবিধান প্রণয়ন করে।


এত দীর্ঘ সময় পর সংবিধান প্রণয়ন করেও হতাশ দেশটির মানুষ। ১৯৭৩ সালে পাকিস্তানে সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য হিসেবে বলা হয়েছিল, ‘জনগণ যাতে উন্নতি করতে পারে এবং বিশ্বের দেশগুলোর মধ্যে তাদের ন্যায্য ও সম্মানিত স্থান অর্জন করতে পারে’। একথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় আইনজীবী ফয়সাল সিদ্দিকী তার দীর্ঘ হতাশার কথা ব্যক্ত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us