এবার পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাট বসবে ৯টি স্থানে। উত্তর সিটি করপোরেশন এলাকার পশুর হাট বসবে ১০টি স্থানে। ইতিমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।
দক্ষিণ সিটির পশুর হাট
ঢাকা দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হলো—
* ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ–সংলগ্ন উন্মুক্ত এলাকা।
* পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।
* খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা।
* যাত্রাবাড়ী দনিয়া কলেজ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।
* ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা।
* লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।
* আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।
* খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।
* লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা।