সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
নির্বাচনে ১৯০ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১৮টির ফল জানা গেছে। এসব কেন্দ্রে ৯ হাজার ৫৮৩ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৩ হাজার ৫০০ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে মাহমুদুল হাসান পেয়েছেন ৯২৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে মো. জরিহুল আলম পেয়েছেন ২৩১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১২ ভোট, মো. ছালাহ উদ্দিন রিমন ব্যাট প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট, মো. শাহ জাহান মিয়া গাড়ি প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৭৭ ভোট ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে পেয়েছেন ৩১৬ ভোট।
বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া যায়।