‘আমরার সিলেট’ হবে জনবান্ধব ও স্মার্ট নগরী : আনোয়ারুজ্জামান চৌধুরী

www.kalbela.com আনোয়ারুজ্জামান চৌধুরী প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১০:৩৬

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। স্কুলে অধ্যয়নকালীন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। স্কুলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে ছাত্রলীগ, যুবলীগ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তার রয়েছে মুজিবাদর্শের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। দলের গ্রিন সিগনাল পেয়ে গত ২ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে আসেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে প্রস্তুতি নেন। সিলেটে এ পদে আওয়ামী লীগের ১১ জন প্রার্থী থাকলেও নির্বাচকমণ্ডলী তাকেই বেছে নেন। আগামী ২১ জুন সিটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কালবেলা’র পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়। নির্বাচন ও বিজয়ী হলে তার উন্নয়ন পরিকল্পনা কী হবে তা তিনি বিস্তারিত বলেছেন। নিচে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।


কালবেলা: আপনার ইশতেহারে মূল থিম হচ্ছে গ্রিন-ক্লিন-স্মার্ট নগরী, তা কীভাবে করবেন?


আনোয়ারুজ্জামান চৌধুরী: জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন এখানে প্রার্থী হওয়ার। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলব- ২১ তারিখের নির্বাচনে জয়ী হলে ইশতেহার অনুয়ায়ী প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করব। পরিচ্ছন্ন স্মার্ট ও সবুজ নগরী গড়তে প্রতিটি কাজ হবে পরিকল্পনামাফিক। পরিপূর্ণ ডিজিটালাইজড করা হবে সিটি পরিচালনার সামগ্রিক ব্যবস্থাপনাকে, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নের ভিত্তিতে পূর্ণতা প্রদান করা হবে। গ্রিন ও স্মার্ট নগরী বিনির্মাণে মহাপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা হবে। জনশক্তিকে আরও দক্ষ ও সেবাপ্রদানের মানসিকতায় উদ্বুদ্ধ করে তুলব। দক্ষ জনবল দিয়ে নগরভবন থেকে সব মৌলিক নাগরিক সেবা সুনিশ্চিত করা হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় এ দেশে বাস্তবায়িত হচ্ছে তাই স্মার্ট সিটি গড়াও অসম্ভব কিছু নয়। বিশ্বের বিভিন্ন দেশ ও সিটি আমি ঘুরে দেখেছি। দেখার অভিজ্ঞতা আমার রয়েছে। আর রাজশাহী পারলে আমরা কেন পারব না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us