অনুদানের অর্থ সংকট দেখিয়ে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ কমিয়ে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বরাদ্দ কমায় ক্যাম্পে দিন দিন বাড়ছে আর্থসামাজিক অস্থিরতা। অর্থের জোগান দিতে নানা ধরনের অপরাধে জড়াচ্ছেন রোহিঙ্গারা। এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডব্লিউএফপি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার পাশাপাশি খাদ্য বরাদ্দ কমিয়ে দিয়েছে জাতিসংঘ। এ কারণে অর্থ সংকটে পড়েছেন রোহিঙ্গারা। তিন মাসের ব্যবধানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা দুই দফা কমিয়েছে অর্থ বরাদ্দ। চলতি বছরের মার্চে রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়। সর্বশেষ গত ১ জুন থেকে ওই বরাদ্দ আরও কমিয়ে আট ডলার করা হয়েছে। এ কারণে ক্যাম্পে পুষ্টি, স্বাস্থ্যসহ জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। দেখা দিয়েছে নানা শঙ্কা। অর্থের জোগান দিতে কেউ কেউ অপরাধে জড়াচ্ছেন।