আঞ্চলিক রাজনীতি কি এতটা খুনে হয়ে উঠেছে

সমকাল মাহফুজুর রহমান মানিক প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০১:৩১

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় আলোচিত মাহমুদুল আলম বাবুর সৌভাগ্য বটে! ক্ষমতার একাধিক মাধ্যম তাঁর। ওইসব মাধ্যম তাঁকে রাজমিস্ত্রি কিংবা মুদি দোকানি থেকে অঢেল সম্পদের অধিকারী বানিয়েছে। বর্তমান সময়ে রাজনীতি যে অনেকের জন্য আলাদিনের চেরাগ হিসেবে কাজ করেছে; সেখানেও রয়েছেন এই বাবু। তাঁর চাচাতো ভাই পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সেই প্রভাবও খাটিয়েছেন। তদবির ও নিয়োগ বাণিজ্য, থানায় দালালি, বিচার-সালিশের মাধ্যমে অর্থযোগ কিংবা ডলারের কারবারসহ নানা মাধ্যমে অর্থ পাওয়ার পথে তাঁকে সাহায্য করেছে সেই প্রভাব।


সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি হিসেবে ইতোমধ্যে বাবুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন গোলাম রব্বানী। প্রধান আসামি বাবু যেমন বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তেমনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে। সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে স্বাভাবিকভাবেই অনেকের বিরাগভাজন হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us