জিলহজ মাসের চাঁদ বাংলাদেশে দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৯ জুন।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
সভা শেষে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার সাংবাদিকদের বলেন, “সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।”
এবার ঈদযাত্রার সুবিধায় সরকার ঈদের ছুটি একদিন বাড়িয়েছে। এবার ছুটি হবে চার দিন।