You have reached your daily news limit

Please log in to continue


‘বিমা প্রতিষ্ঠানে নীতি-নৈতিকতা ও পেশাদারত্বের অভাব’

নতুন নীতিমালা করার নয় বছরের মাথায় জাতীয় বিমা নীতি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় বিমা নীতি ২০২৩-এর খসড়া তৈরি করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ খসড়া জাতীয় বিমা নীতিতে বিমা প্রতিষ্ঠানে নীতি ও নৈতিকতার আলোকে পেশাদারত্ব ও দায়িত্বশীলতার অভাবসহ বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি এ খসড়া সরকারের অনুমোদনের লক্ষ্যে আইডিআরএ থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

জাতীয় বিমা নীতির খসড়ায় বলা হয়েছে, বিমা খাতের নিয়মতান্ত্রিক উন্নয়নের জন্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক প্রথমবারের মতো ‘জাতীয় বিমা নীতি ২০১৪’ প্রণয়ন করা হয়। এ নীতির ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় অনেক প্রতিবন্ধকতা অত্যন্ত সফলতার সঙ্গে দূর করা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন