You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়াই উড়িয়েছে খেরসনের বাঁধ: নিউ ইয়র্ক টাইমস

এমাসে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ রাশিয়ার ঘটানো অভ্যন্তরীন বিস্ফোরণেই ধ্বংস হয়েছে- প্রমাণ এমন কথাই বলছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রকৌশলী ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদপত্রটি গত শুক্রবার বলেছে, তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, বাঁধের কংক্রিটের মাঝের একটি অংশে বিস্ফোরণ ঘটানো হয়। এতে গত ৬ জুন বাঁধটি ভেঙে পড়ে।

নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ‘প্রমাণ থেকে স্পষ্টভাবে বোঝায যায় যে, বাঁধটি রুশ নিয়ন্ত্রণকারীদের পক্ষ থেকে ঘটানো বিস্ফোরণেই বিকল হয়ে যায়।”

ওদিকে, ইউক্রেইনের কৌঁসুলিদের তদন্তে সহায়তাকারী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি দল বলেছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে শুক্রবার জানা গেছে, ইউক্রেইনের খেরসনে রাশিয়ার পাতা বিস্ফোরকের কারণেই  ‘খুব সম্ভবত’ ধ্বংস হয়েছে বাঁধটি।

নোভা কাখোভকা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ উড়িয়ে দেওয়া নিয়ে পরস্পরকে দোষারোপ করে আসছে রাশিয়া ও ইউক্রেইন।

জলবিদ্যুৎ বাঁধে নাশকতার পেছনে কিইভকে অভিযুক্ত করেছে ক্রেমলিন। সেখানে যুক্তরাষ্ট্রের গ্রেট সল্ট লেক আকৃতির একটি জলাধার ছিল। বাঁধ উড়িয়ে দিয়ে ক্রাইমিয়ায় পানির গুরুত্বপূর্ণ উৎস বিচ্ছিন্ন করে ফেলার জন্য কিইভকেই দুষেছে ক্রেমলিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন