ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ সমর্থিত লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
আজ রোববার রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান। তবে জাতীয় পার্টির জিএম কাদের সমর্থিত প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
রোববার ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি।