তাহলে এসব অভিযান কি লোকদেখানো

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৮:৩৬

বাংলাদেশে মাদক পাচার হয়ে আসে, মাদকের রমরমা বাণিজ্য চলে—এটা সবারই জানা। কিন্তু মাদক–সংশ্লিষ্ট অর্থ পাচারের দিক দিয়ে বিশ্বে পঞ্চম অবস্থানে কিংবা এশিয়ার মধ্যে শীর্ষে থাকার খবরে আমরা হতবিহ্বল না হয়ে পারি না। অনেক কিছুতেই আমাদের উন্নতি হয়েছে। তাই বলে মাদকের এই ‘উন্নতি’ কোনোভাবে মেনে নেওয়া যায় না।


বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতিবছর পাচার হয়ে যায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা। সম্প্রতি আঙ্কটাডের (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) ওয়েবসাইটে অবৈধ অর্থপ্রবাহসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের মাদক–সংশ্লিষ্ট অবৈধ অর্থপ্রবাহের অনুমানভিত্তিক হিসাব তুলে ধরা হয়েছে। অন্য আটটি দেশ হলো আফগানিস্তান, কলম্বিয়া, ইকুয়েডর, মালদ্বীপ, মেক্সিকো, মিয়ানমার, নেপাল ও পেরু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us