কারও খারাপ কাজের দায় নির্বাচন কমিশন নেবে না

সমকাল প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২১:৩১

জাতীয় নির্বাচনের আগের ভোটগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারলে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কমিশন কারও খারাপ কাজের দায় নেবে না।


শনিবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউসে বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন ইসি রাশিদা। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ নেই, মানুষ ভোট দিতে পারে না- এ অবস্থা থেকে আমরাও উত্তরণ চাইছি। জাতীয় নির্বাচনের আগেই এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য এখন যেসব নির্বাচন হচ্ছে, তার মাধ্যমে জাতীয় নির্বাচনের ভিত মজবুত করা হবে।’


রাশিদা সুলতানা আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সব দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অনেকেই বলেছে, বর্তমান পরিস্থিতিতে তারা অংশ নেবে না। আবার অনেকেই আসবে বলছে। আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us