রওশনপন্থি প্রার্থীকে নিয়ে কাদেরপন্থি প্রার্থীর অভিযোগ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৭:৪৪

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা নিয়ে জাতীয় পার্টির ভেতরে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এ নির্বাচনের জন্য আলাদাভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং বিরোধী দলের নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থি দুই নেতা। 


জি এম কাদের পন্থি জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিছুর রহমান বলেছেন, রওশনপন্থী প্রার্থী যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি।


আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমার শেষ দিনে আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।


এর আগে, গতকাল জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মামুনুর রশিদ তার মনোনয়নপত্র জমা দেন।  


আনিছুর রহমান বলেন, দলীয় প্রার্থীর বিষয়ে দলীয় কাগজপত্র জমা দিতে হয়। জাপা চেয়ারম্যানের নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া মেনে জমা দিয়েছি, আরেকজন যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি। দলীয় প্রার্থী হতে হলে দলের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us