শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডুর পর বাংলা সিরিয়ালের আরও এক অভিনেত্রী শুরু করেছেন বড় পর্দার যাত্রা। ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় জীবনের হাতেখড়ি হয় ইধিকা পালের। প্রথম সিরিয়ালে মুখ্যচরিত্রে দেখা গেলেও দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাঁকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শক। তার পরেই অভিনেত্রী পাড়ি দেন বাংলাদেশে। অভিনেতা শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় করার কথা ইতিমধ্যেই জানেন সকলে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, এটা তাঁর প্রথম ছবি নয়। কলকাতায় ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন ইধিকা।
শোনা যাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতেই তাঁর প্রথম অভিনয়। বড় পর্দায় তাঁর প্রথম নায়কও নাকি সোহম। যদি এই ছবির কথা এখনও প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনও কথা বলতে রাজি নন। ইধিকা আপাতত মন দিয়েছেন তাঁর বাংলাদেশের ছবিতে। বাংলাদেশের অন্যতম চর্চিত নায়ক শাকিব। তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’-কে কেন্দ্র করে চলছিল অনেক আলোচনা।