একি কথা শুনি আজি মন্থরার মুখে!

ঢাকা পোষ্ট খান মুহাম্মদ রুমেল প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৩:১৫

১০ বছর পর পুলিশি অনুমতি নিয়ে ১০ জুন ২০২৩, শনিবার ঢাকায় কর্মসূচি পালন করেছে যুদ্ধাপরাধী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি অনুমতি নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছিল সংগঠনটি।


যুদ্ধাপরাধের দায়ে গেল দশ বছরে সভা সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি অভিযুক্ত এই সংগঠনের। কিন্তু এখন নির্বাচনের ছয় সাত মাস আগে কী এমন ঘটলো যার কারণে জামায়াতকে অনুমতি দিতে হলো? তা নিয়ে সরকারের তরফে কেউ কোনো মন্তব্য করেননি। তবে ওইদিন এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন—বিএনপি পরিকল্পিতভাবে জামায়াত শিবিরকে মাঠে নামিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওই মন্তব্যের পর মাথায় একটা প্রশ্ন ঘুরছে—তাহলে কি বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সরকার জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়েছে?


আবার আওয়ামী লীগের কেউ কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন—বাংলাদেশের নাগরিক হিসেবে জামায়াতের অধিকার আছে সভা সমাবেশ করার। আচ্ছা বেশ। মানলাম আপনাদের কথা। কিন্তু যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ করার দায়ে পৃথিবীর নানা সংগঠন এবং ব্যক্তি নিষিদ্ধ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us