বৃষ্টির মৌসুমেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১১:৪৫

বৃষ্টির মৌসুমেও বিশ্বের দূষিত শহরের তালিকায় জনবহুল ঢাকার অবস্থান শীর্ষে এসেছে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে আছে দিল্লি, লাহোর ও করাচি।


আজ মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য জানায়।


এতে বলা হয়, একিউআই স্কোর ১৬৭ নিয়ে রাজধানী ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর'। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।


৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।


ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ১৬২, ১৫৮ ও ১৩৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us