বেনাপোলসহ চার স্থলবন্দর উন্নয়নে বাড়লো সময়-ব্যয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১১:৫১

নানান কারণ দেখিয়ে বেনাপোলসহ চার স্থলবন্দর উন্নয়নে সময় ও প্রকল্প ব্যয় বেড়েছে। এজন্য বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১: শেওলা, রামগড় ও ভোলাগঞ্জ স্থলবন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন (২য় সংশোধিত) প্রকল্প সংশোধন করেছে পরিকল্পনা কমিশন।


প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথে আন্তঃবাণিজ্য সুবিধা বৃদ্ধি করার জন্য প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।


৮ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এসব সংশোধনীর অনুমোদন দিয়েছে।


পরিকল্পনা কমিশন জানায়, মূল অনুমোদিত প্রকল্পের ব্যয় ছিল ৬৯৩ কোটি টাকা। প্রথম সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৭৩১ কোটি ৮৬ লাখ টাকা। নতুন করে দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ালো ৯৬৬ কোটি ১৩ লাখ টাকা। মূল অনুমোদিত প্রকল্পটি জুলাই ২০১৭ থেকে জুন ২০২১ মেয়াদে বাস্তবায়নের সময়সীমা নির্ধারিত ছিল। এর পরে জুন ২০২২ ও জুন ২০২৩ নাগাদ সময় বৃদ্ধি করা হয়। নতুন করে জুন ২০২৫ নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us