খুলনায় নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক ভোট দিয়েছেন।
সোমবার সকাল ৯টায় মহানগরীর ২২ নং ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। নগরীর কাস্টম ঘাট বাসা থেকে ২ মিনিটের দূরত্বে তিনি ভোট দিতে এসেছেন বলে জানান।
এ সময় সঙ্গে তার স্ত্রী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাবিবুর নাহারও এসে ভোট দেন।
ভোটদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'ফলাফল যাই হোক আমি মেনে নেব।'
ভোটার উপস্থিত সম্পর্কে তিনি জানান, ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা করছেন তিনি। যদিও ইভিএম এর ভোটদানের গতি একটু স্লো, তাই যারা কেন্দ্রের ভেতরে উপস্থিত থাকবে তারা শেষ সময় পর্যন্ত ভোট দিতে পারবেন বলে তিনি আশা করছেন।