আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতারের পর প্রথমে তাকে নেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন আদালতে। সেখান থেকে নিয়ে কয়েদ করা হয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে। ১১ মাস কারাভোগের পর মুক্তি দেওয়া হয় ২০০৮ সালের আজকের এই দিনে। উপরোক্ত চার বাক্যের এ ঘটনা পূর্বাপর নানা ঘটনায় ঠাঁসা।
শেখ হাসিনাকে আটক, গ্রেফতার, কারাবাস, কারামুক্তিসহ ঘটনাপ্রবাহের একটিও খণ্ডিত বা সাদামাটা ছিল না। কারামুক্তির আগে, সাবজেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন শেখ হাসিনা। মুক্তি পেয়ে তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানো হয় কয়েক দফা। সমান্তরালে তাকে রাজনীতি থেকে মাইনাসের জোর আয়োজনও চলে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি চিকিৎসা অসম্পূর্ণ রেখে লন্ডন হয়ে দ্রুত দেশে চলে আসেন ২০০৮ সালের ৬ নভেম্বর। সামনেই ছিল ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে তার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জেতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় মহাজোট সরকার।