ভারতে ওড়িশায় পুরী এক্সপ্রেস ট্রেনের এসি কোচের নিচে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসে এ অগ্নিকাণ্ড ঘটে।
ইস্ট-কোস্ট রেলের (পূর্ব উপকূলীয় রেল) কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পরে দ্রুতই তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। রেল লাইনের ইন্টারলকিংয়ের মধ্যে বোল্ডার ফেলে দেওয়া হয়েছিল। সময়মতো ওই বোল্ডার না সরানো হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত।
বৃহস্পতিবার রাত ১০টা সাত মিনিটে ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। যে স্টেশন ওড়িশা ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত। সেইসময় ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারপর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।