ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭-সহ বেশ কিছু পণ্য ও ফিচারের ঘোষণা দিয়েছে।
এতে ফোন, মেসেজ এবং ফেসটাইম ফিচারে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছে অ্যাপল।
আগামী সেপ্টেম্বর মাসে আইওএস ১৭ সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
অ্যাপল সম্মেলনে আরও জানানো হয়েছে, এতে ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার দেখতে পাবেন। এই তালিকায় থাকবে কন্ট্যাক্ট পোস্টার, স্ট্যান্ডবাই, লাইভ ভয়েস মেইল, ফেইসটাইম, স্টিকার ও এয়ারড্রপসহ বেশ কিছু আপডেট। তবে সব ব্যবহারকারী এসব ফিচার ব্যবহারের সুযোগ পাবেন না বলেও জানা গেছে।