চৌদ্দগ্রামে সংঘর্ষ: দুই ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১৩:২৭

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ঘটনায় চারলেন সড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটককে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।


ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর আমরা জানতাম না। আমানগন্ডা এলাকায় এসে শুনেছি বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলছে। আমি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি।’


যানজটে আটকে থাকার সময় তিশা পরিবহনের যাত্রী সুমাইয়া সুলতানা বলেন, ‘সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। এতে করে আমাদের চরম কষ্ট হচ্ছে।’


হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us