কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে স্বেচ্ছাচারী আচরণের বিষয়টি খুব উদ্বেগের হলেও অতীতের অভিজ্ঞতা বলে, এআই নিয়ে বড় টেক কোম্পানিগুলোর এই ঊর্ধ্বশ্বাস দৌড় প্রতিযোগিতা চলতে থাকলে তার পরিণতি আরও খারাপ হতে পারে।
সামাজিক যোগাযোগের মাধ্যমের উদাহরণটাই দেখা যাক। প্রতিশ্রুতি এবং স্বপ্নটা ছিল, আমরা পরস্পরের সঙ্গে যুক্ত হব এবং এভাবেই সমাজে আরও সুস্থতা আসবে, ব্যক্তি হিসেবেও আমরা সুখী এবং আরও বেশি আনন্দে থাকব। কিন্তু এক দশক পরেই দেখা গেল, এই শুভ চিন্তায় কোনো সমস্যা না থাকলেও সমস্যা তৈরি হলো তখনই, যখন টেক কোম্পানিগুলো সামাজিক যোগাযোগকে নগদ নারায়ণ হিসেবে ব্যবহার করতে শুরু করল।