এক.
এটা কোনোভাবেই অতিরঞ্জিত অনুভব নয় যে বাংলাদেশের অর্থনীতি বেশ ক’মাস ধরে এক ঝাঁকুনির মধ্য দিয়ে যাচ্ছে, যেমনটি বাতাসের চাপের আকস্মিক পরিবর্তনের দরুন উড়োজাহাজে অনুভূত হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে অথবা বিদ্যমান অবস্থায় অর্থনীতির জন্য ইতিবাচক ভবিষ্যৎ বলার মতো সমাজবিজ্ঞানীর সংখ্যা নগণ্য, যদিও এদের কেউ তথ্যপুষ্ট, কেউ তর্কনিষ্ঠ।
এ শত শঙ্কা, হাজারো সমালোচনা এবং গভীর হতাশার সমুদ্রে হাবুডুবু খাওয়া বুদ্ধিবৃত্তিক বলয় পাশ কাটিয়ে বাংলাদেশের অন্যতম এক কঠিন সময়ে জাতীয় বাজেট ২০২৩-২৪ সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি; যেন স্মরণ করালেন রবীন্দ্রনাথ ঠাকুরের অভয় বাণী—‘আমি ভয় করব না ভয় করব না’।