গ্রুপ ই-মেইলের রিপ্লাই বন্ধ করুন
অনেক সময় একই ই-মেইল গ্রুপ আকারে একাধিক ব্যক্তিকে করা হয়। এতে যাঁদের ওই ই-মেইল করা হয়েছে, তাঁদের কেউ রিপ্লাই করলে সেটি আপনার কাছও এলো। এ ধরনের সমস্যা এড়াতে সংশ্লিষ্ট ই-মেইল খুলুন। এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করুন। এখান থেকে মিউট ক্লিক করুন। এবার কেউ রিপ্লাই করলেও সেটি আপনার কাছে প্রদর্শিত হবে না। আবার চাইলে পরে আর্কাইভে গিয়ে ওই ই-মেইলের উত্তর জেনে নেওয়া যাবে।
এখন লেখা মেইল পরে পাঠান
খুব ভোরে একটা ই-মেইল পাঠানো দরকার। কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। আবার হয়তো এমন সময় মেইল করা প্রয়োজন, যখন আপনি পিসি কিংবা সংশ্লিষ্ট ডিভাইসের কাছেই থাকবেন না কিংবা তখন পাঠানোর সময় পাবেন না। এ রকম ঝামেলার আগেই মেইল লিখে পরে পাঠানো যায়। এ জন্য জিমেইলে রয়েছে ব্যবস্থা। সুবিধামতো সময়ে লিখে ফেলুন ই-মেইল। এবার এবার সেন্ড অপশনে না চেপে তার পাশে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করুন। এখানে শিডিউল সেন্ড অপশন পাবেন। এখানে ক্লিক করলেই পছন্দের সময় জানতে চাইবে জিমেইল। যে সময়ে পাঠাতে চান, সেটি উল্লেখ করলেই ব্যস।