প্রযুক্তি দুনিয়ার বিস্তৃত পরিসরে এনভিডিয়া সম্পর্কে হয়তো সবাই অবগত নয় কিংবা শুনে থাকলেও বর্তমানে প্রযুক্তি জগতের বড় নামগুলোর পাশাপাশি মাথায় আসত না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আকস্মিক উত্থানে প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন এসেছে। এনভিডিয়া হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান কোম্পানির একটি।
প্রচলিত বড় কোম্পানিগুলো যেসব কারণে দাপট বিস্তার করত, এনভিডিয়া কোম্পানিটির মনোযোগ ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। কোম্পানিটি বহু বছর ধরে গেমিং কনসোলের চিপ তৈরি করত, যা মূলত গেমের ভারী গ্রাফিকস নিয়ন্ত্রণে কাজ করত, কিন্তু কয়েক বছর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা গবেষকরা গেমের জন্য বিশেষায়িত চিপগুলো দিয়ে শক্তিশালী সব অ্যালগরিদম পরিচালনা করা শুরু করেন। এতেই ঘটে যায় যুগান্তকারী ব্যাপার।