মরিনিওকে প্রথম ফাইনাল হারের যন্ত্রণা দিয়ে ইউরোপা সেভিয়ার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১০:১৬

পাওলো দিবালা এগিয়ে দিলেন রোমাকে। এরপর নিজেদের জালে নিজেরাই বল জড়ালে তাদের ফিরতে হয় সমতায়। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমলেও দেখে মিলেনি গোলের। শেষ অবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত ইউরোপা লিগের রাজা সেভিয়ার। স্বপ্ন ও ইতিহাস দুটোই ভঙ্গ হয় হোসে মরিনিওর।  


বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় টাইব্রেকারে ইতালির রোমাকে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া। ১২০ মিনিটের খেলায় ম্যাচে ছিল ১-১ সমতা। এ নিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলো তারা, কখনোই ফাইনাল হারেনি স্পেনের ক্লাবটি। অন্যদিকে রোমা কোচ মরিনিও দুই দশকের ক্যারিয়ারের প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে এসে হারলেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ও কনফারেন্স লিগে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান মরিনিও।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us