মাথার ত্বক চুলের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব রাখে। তাই এর ঠিকঠাক যত্ন নেওয়া উচিত।
ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ইংল্যান্ডের ইয়র্ক শায়ার’য়ে অবস্থিত ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের অধ্যাপক জুলি থর্নটন মাথার ত্বকের অকাল বার্ধক্যের গবেষণা ও বিকাশের জন্য আমেরিকার প্রসাধনী কম্পানি ‘এভেদার’ সঙ্গে সাত বছর কাজ করার অভিজ্ঞতার আলোকে অনিয়ন্ত্রত মাথার ত্বক সম্পর্কে বিস্তারিত জানান।
অনিয়ন্ত্রিত মাথার ত্বকে যে ধরনের সমস্যা দেখা দেয়
মাথার ত্বক অস্বাস্থ্যকর হলে চুলে নানান রকমের নেতিবাচক প্রভাব পড়ে। চুলের উৎপাদিত আঁশ সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা চকচকে ও উজ্জ্বলতার অভাব হতে পারে।