যে আন্দোলন কেউ করে না

প্রথম আলো মো. আজিজুল ইসলাম প্রকাশিত: ২৯ মে ২০২৩, ২১:০৬

পৃথিবীতে কত আন্দোলন হয়! কিন্তু বই পড়ার কোনো আন্দোলন চোখে পড়ে না। আসলে আমরা বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছি। আমাদের সময় এখন আর বইয়ের পাতায় কাটে না। আমাদের সময় কাটে স্মার্টফোন আর ল্যাপটপ ব্যবহার করে। যে চোখের দৃষ্টি ছিল বইয়ের পাতায়, আজ তা স্মার্টফোনের পর্দায় থাকে। অথচ আমরা জানি যে তা আমাদের চোখ আর মস্তিষ্ক উভয়েরই ক্ষতি করে। তারপরও আমরা এসব ডিভাইসে চোখ বুলিয়ে সময় পার করছি।


চারপাশে প্রতিদিন কতশত আন্দোলন হচ্ছে। কখনো রাজনৈতিক আন্দোলন, কখনো অধিকার আদায়ের আন্দোলন, কখনো প্রতিবাদী আন্দোলন। কিন্তু বই পড়া নিয়ে কোনো আন্দোলন হয় না। তাহলে বই পড়া কি মানুষের অধিকার নয়? বই পড়ে কি রাজনৈতিক শিক্ষা গড়ে ওঠে না? বই পড়ার মাধ্যমে কি প্রতিবাদ করা যায় না? সবকিছুই হয়। কিন্তু আমরা এ বিষয় নিয়ে চিন্তা করি না। বই পড়ার উপকারিতা নিয়ে কখনো ভাবী না। জানি, বই পড়ায় অনেক সময় ব্যয় হয়। ধৈর্য ধরে বই পড়তে হয়। অনেক কষ্টের কাজ। করলা তিতা হলেও উপকারী। এরকম গভীর চিন্তাভাবনা আমরা করি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us