কফির জনপ্রিয়তা সবসময় তুঙ্গে। বিদেশি ফুড চেইন, কফি শপও কম নেই দেশে। বিভিন্ন ধরনের কফির স্বাদ ও পেশাদার আতিথেয়তা নিতে এসব জায়গায় ভিড় করেন কফিপ্রেমীরা। অন্যের বিরক্তির কারণ না হয়ে কফি উপভোগের জন্য কিছু শিষ্টাচার মেনে চলতে হয়।
চলুন জেনে নিই কফি শপে কী করা উচিত, আর কী নয়-
কী করবেন না
উচ্চস্বরে কথা বলবেন না
কফি শপে উচ্চস্বরে কথা বললে আশপাশের অন্যরা বিরক্ত হবেন সেটাই স্বাভাবিক। এ বিষয়টি এড়িয়ে চলুন। ফোনে কথা বলার সময়ও বিষয়টি প্রযোজ্য। ফোনে নিচু স্বরে কথা বলুন। ব্যক্তিগত কল, দীর্ঘ আলাপচারিতার দরকারে বাইরে গিয়ে ফোন রিসিভ করুন।