‘নিয়ারবাই’ সুবিধা কাজে লাগিয়ে তারের সংযোগ ছাড়াই কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড–চালিত স্মার্টফোনে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। ছবি ও ফাইল পাঠানোর এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে কম্পিউটার থেকে ফোনে সংক্ষিপ্ত লেখা বা লিংকও পাঠানো সম্ভব। কম্পিউটার থেকে ফোনে লেখা বা লিংক পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—
ফোনে লেখা বা লিংক পাঠানোর জন্য কম্পিউটার ও ফোনে অবশ্যই নিয়ারবাই শেয়ার অ্যাপ, ওয়াই-ফাই ও ব্লু-টুথ সুবিধা চালু থাকতে হবে। এরপর কম্পিউটারে থাকা নির্দিষ্ট লেখা বা লিংক কপি করতে হবে। এবার কম্পিউটারে চালু থাকা নিয়ারবাই শেয়ার অ্যাপে লেখা বা লিংকটি পেস্ট করলেই সেটি ফোনের নিয়ারবাই শেয়ার অ্যাপে দেখা যাবে।