সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ দখলসহ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের উদ্যোগ যৌক্তিক। দেশি-বিদেশি সব নাগরিকের নিরাপত্তা বিধানে সরকার তৎপর। তবুও সামগ্রিক প্রেক্ষাপটে হাতেগোনা কিছু দুর্বৃত্তের হীন কৌশলে অপরাধের মাত্রিকতা, কৌশলগত পরিবর্তন সম্পর্কে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আবশ্যক।
অতি সম্প্রতি হত্যা-আত্মহত্যা, চুরি-ডাকাতি, দস্যুতা-কিশোর গ্যাংয়র অপরাধ, মাদক ব্যবসা, অস্ত্রের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম বা তথ্যপ্রযুক্তির অপব্যবহারে বিভিন্ন সামাজিক অপরাধ পুরো সমাজকে বিপর্যস্ত করে তুলছে। গত কয়েক বছরে ক্যাসিনো দুর্নীতি, অসামাজিক কার্যক্রমে অবৈধ আধিপত্য, ক্ষমতার যথেচ্ছাচার, বন ও জলদস্যু, টেন্ডার বাণিজ্যসহ সব অপকর্মে জড়িত ব্যক্তি-গোষ্ঠীর হাজার হাজার কোটি টাকার অনৈতিক উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের ঘটনা সম্পর্কে দেশবাসীসহ সমগ্র বিশ্ব সম্যক অবহিত রয়েছে।