সাবরিনা পড়শী। তারকা কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেত্রী। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তাঁর নতুন গান ‘আমার হয়ে থাক না’। নতুন গান, সাম্প্রতিক কাজ ও অন্যান্য বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে–
অনেক শোরগোল। এই মুহূর্তে কোথায় আছেন?
সাবরিনা পড়শী: কনসার্টে এসেছি। শনিবার নোয়াখালীতে শ্রোতাদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছি। একটু পরই কনসার্ট শুরু হবে। গান শুনতে শ্রোতাদের অপেক্ষার তর সইছে না।
কনসার্ট নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে মনে হয়...
সাবরিনা পড়শী: এখন কনসার্টের মৌসুম প্রায় শেষ। শেষ মুহূর্তে পরপর কয়েকটি কনসার্ট নিয়ে ব্যস্ততা যাচ্ছে। কয়েক দিন আগে গাজীপুরে শো করেছি। ২৮ মে নারায়ণগঞ্জে শো আছে। আজ ঢাকা নয়তো কাল ঢাকার বাইরে– এভাবে কাটছে সময়।
‘আমার হয়ে থাক না’ গানটি নিয়ে শ্রোতাদের কেমন সাড়া পাচ্ছেন?
সাবরিনা পড়শী: শ্রোতারা যে ধরনের গান শুনতে চান এটি তেমনই। অনেকেই গানটি শুনে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছি। রোমান্টিক গানটি ‘ভালোবাসার তিন দিন’ নাটকের। দ্বৈত গানটিতে আমার সহশিল্পী আভরাল সাহির।
প্রতি মাসে একটি করে গান প্রকাশের কথা জানিয়েছিলেন...
সাবরিনা পড়শী: আগামী মাস থেকেই নতুন গান একে একে প্রকাশ পাবে। মোট ১২টি গান প্রকাশ হবে। আসছে ঈদে আসবে প্রথম গানের ভিডিও। এ গান দিয়ে শ্রোতা-দর্শকের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করব। চারটি গান মিউজিক ভিডিওসহ তৈরি আছে। গানগুলো আমার ইউটিউব চ্যানেলে শ্রোতারা শুনতে পাবেন। গানের শিরোনাম কিছুদিন পরই আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।