দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কিছুটা হলেও সরব হয়েছে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় শুরু হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা।
২০১৪ সালের পর এবারই প্রথমবারের মতো এজিএম করছে তারা।
সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ঘণ্টাখানেক পর শুরু হয়েছে অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঞ্চে আছেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজনের মতো সাবেক ক্রিকেটাররা। আছেন জাতীয় দলের বর্তমান তারকা মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা।
কোয়াবের এজিএমকে ঘিরে ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে বিসিবি প্রাঙ্গন। যদিও জাতীয় দলের বড় তারকারা খুব বেশি উপস্থিত নেই। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা দেশে নেই।