মদিনা মুনাওয়ারা দর্শনের অসীম ফজিলত

প্রথম আলো শাঈখ মুহাম্মাদ উছমান গনী প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১০:০৫

ইসলামের প্রচার-প্রসার ও ইসলামি শক্তির ভরকেন্দ্র এবং ইসলামের বিজয়ের উৎসস্থল হলো মদিনা মুনাওয়ারা। রাসুলে আকরাম (সা.) জন্মভূমি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আট বছর পর মক্কা বিজয় হলেও তিনি আর স্থায়ীভাবে মক্কায় অবস্থান করেননি। তিনি আবার মদিনায় ফিরে যান, সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। তাই ইসলামের ইতিহাসে এবং মুসলমানদের কাছে মদিনার মর্যাদা, মাহাত্ম্য ও গুরুত্ব অত্যন্ত বেশি।


‘মদিনা’ মানে মহানগর, ‘তয়্যবা’ বা ‘তয়বা’ অর্থ পবিত্র বা উত্তম। ‘মদিনা তয়্যবা’ অর্থ পবিত্র নগর, যা ‘মদিনাতুর রাসুল’ বা ‘রাসুল নগর’; ‘মদিনাতুন নবী’ অর্থাৎ ‘নবীর শহর’, সংক্ষেপে ‘মদিনা’ নামে সর্বাধিক পরিচিত। এটি পরবর্তীকালে ‘মদিনা মুনাওয়ারা’ তথা ‘আলোক শহর’ বা আলোকিত নগর হিসেবে প্রসিদ্ধি লাভ করে। মদিনায় যাওয়া ও নবীজি (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করা হজের বিশেষ একটি ওয়াজিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us