অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা জাগিয়ে সাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে এগোচ্ছে।
এর গতিপথ এখন উত্তর-উত্তর পশ্চিম দিকে হলেও বৃহস্পতিবার সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
তখন এর নাম হবে ঘূর্ণিঝড় ‘মোখা’; এটি অতি প্রবল ঝড়ে রূপ নেওয়ার পর আগামী রোববার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের আভাসে ইতোমধ্যে উপকূলে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে বাংলাদেশ সরকার। সমুদ্রবন্দরগুলোকেও সতর্ক করা হয়েছে।
বাংলাদেশের স্থলভাগে তাপপ্রবাহ বয়ে চলার মধ্যে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর ও এর সংলগ্ন আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়।
তখন থেকে এর আরও ঘনীভূত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল। মঙ্গলবার এটি সুস্পষ্ট লঘুচাপ এবং আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়।