ফিদে মাস্টার শেখ নাসিরের কাছে হারের পর তাঁর মধ্যে নেমে আসে হতাশা। সিদ্ধান্ত নিয়ে নেন, বিশ্বকাপ দাবা বাছাইয়ের টুর্নামেন্ট এশিয়ান জোনাল দাবার পরের রাউন্ডে আর খেলবেন না। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের এ সিদ্ধান্তের সংবাদটি ছড়িয়ে যায় দেশের ক্রীড়াঙ্গনে।
প্রায় পাঁচ দশকের মতো দাবা যাঁর জীবনসঙ্গী, সেই নিয়াজের কী হয়েছে– তা জানতে উদগ্রীব হয়ে পড়েন সবাই। রোববার জোনাল দাবায় পঞ্চম রাউন্ডে পরাজয়ের পর টুর্নামেন্টের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে এ দাবাড়ু ক্লান্তিকেই সামনে এনেছেন, ‘এই টুর্নামেন্টে ভালো করতে পারছিলাম না। আর শরীরটাও ভালো যাচ্ছিল না। ক্লান্তি অনুভব করছি।’