You have reached your daily news limit

Please log in to continue


৪৮ ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থান হারাল পাকিস্তান

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেছিল পাকিস্তান। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বাবর আজমের দলের অবস্থান এখন তিন নম্বরে! নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৭ রানে হেরেছে বাবর আজমরা। এই হারের সঙ্গে সঙ্গে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও হারালো পাকিস্তান। 

এর আগে তিন দিনের জন্য শীর্ষস্থান পেয়েছিল ইংল্যান্ড। তবে সময়ের বিচারে ইংলিশদের চেয়েও কম সময় টেবিলের চূড়ায় থাকল বাবর আজমের দল। ১১৩ দশমিক ৪৮৩ রেটিং নিয়ে পাকিস্তান শীর্ষে উঠেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচ হারের কারণে বাবর আজমের দলের রেটিং ১১২। যেখানে ১১৩ দশমিক ২৮৬ রেটিংয়ে থাকা অস্ট্রেলিয়া আবারও আসন ফিরে পেয়েছে। আর ১১২ দশমিক ৬৩৮ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

পাঁচ ম্যাচ সিরিজের চারটিতে হেরে পঞ্চম অবস্থানে চলে গেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি তারা জেতায় কিছুটা রেটিং বেড়েছে, তবে অবস্থানের পরিবর্তন ঘটেনি। এই সিরিজ শুরুর আগে পাঁচে থাকা পাকিস্তানের রেটিং ছিল ১০৬। যেখানে পরপর চারটি ম্যাচ জিতে তারা শীর্ষস্থান দখল করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন