লিটারে ১২ টাকা বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম

বণিক বার্তা প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৩:০০

আবারো বাড়ছে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যপণ্য সয়াবিন তেলের দাম। এবার বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি বাড়তি ১২ টাকা গুণতে হবে। অর্থাৎ, নতুন করে নির্ধারিত মূল্যে এক লিটারের দাম পড়ছে ১৯৯ টাকা।


গতকাল বুধবার (৩ মে) এক ঘোষণায় এই তথ্য দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর দাম সমন্বয় করা হচ্ছে। যা অবিলম্বে কার্যকর হবে।


এছাড়া লিটারে খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৬ টাকা। ৫ লিটার বোতালজাত তেলে পড়বে ৯৬০ টাকা ও পাম ওয়েলের ক্ষেত্রে লিটারে ১৩৫ টাকা।


এর আগে পণ্য খালাসে বাড়তি ভ্যাট দেয়ার কারণ দেখিয়ে ১৫ টাকা বাড়াতে চাইছিলেন ব্যবসায়ীরা।


গত বছরের মার্চে ভোজ্যতেলের আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য কম মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছিল। ওই সময়সীমা গত ৩০ এপ্রিল শেষ হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us