সম্প্রতি ব্যবহারকারীদের আধেয় (কনটেন্ট) তৈরি এবং তা সমৃদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) টুল এনেছে ইংরেজি বানান ও ব্যাকরণগত ভুল শোধরানোর অ্যাপ গ্রামারলি। লেখার সহকারী (রাইটিং অ্যাসিস্ট্যান্ট) হিসেবে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে সক্ষম এই টুলটির নাম ‘গ্রামারলিগো’। এটি ব্যবহারকারীদের ব্লগ পোস্ট, ই–মেইল ও অন্যান্য লেখা লিখতে সাহায্য করবে।
সাম্প্রতিক এক ব্লগ পোস্টে গ্রামারলি ঘোষণা দিয়েছে, গ্রামারলিগো নতুন কোনো লেখা লিখতে বা পুরোনো কোনো লেখা সংশোধন করতে পারবে। সেটি কোনো ব্লগ বা ই–মেইলের লেখাই হোক না কেন।
প্রতিষ্ঠানটির মতে, ব্যবহারকারীর লেখার ধরন শনাক্ত করে তাঁদের পছন্দের কণ্ঠস্বর ও পেশাদার ভূমিকা প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার মাধ্যমে গ্রামারলিগো ব্যবহারকারীকে স্বতন্ত্র অভিজ্ঞতা দেবে। এ ছাড়া এই টুল বিদ্যমান কর্মপ্রবাহ থেকে টেক্সট তৈরিতে ব্যবহারকারীদের সহায়তা দেবে, সংশোধনে সময় কমাবে এবং আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারকারীকে মনোনিবেশ সক্ষম করে তুলবে।